Power Transmition system/পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম
" বন্ধুরা চলো তো আজকে একটু পিছনে ফিরে আসি, জানা জিনিষ ও মাঝে মাঝে আমরা ভূলে যাই,তাই আজকে আবার ও " ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সম্বন্ধে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করতে চাই" ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম : ***একটি আধুনিক এ, সি পাওয়ার সিস্টেমের উপাদানগুলির নাম লিখঃ এসি ব্যবস্থায় ট্রান্সমিশন তিন ফেজে তিন তার এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেএে তিন ফেজ চার তার ব্যবস্থা সাধরণত ব্যবহৃত হয় । একটি আধুনিক এসি পাওয়ার সিস্টেমের উপাদান সমুহ সাধারণতঃ নিম্নরূপ হয়ে থাকেঃ- ক] উৎপাদন কেন্দ্র । খ] স্টেপ আপ কেন্দ্র । গ] ট্রান্সমিশন লাইন। ঘ] সুইচিং ষ্টেশন। ঙ] স্টেপ ডাউন উপকেন্দ্র । চ] প্রাইমারী ডিষ্ট্রিবিউশন লাইন বা নেটওয়াক্। ছ] সার্ভিস ট্রান্সফরমার বা বিতরণ ট্রান্সফরমার। জ] সেকেন্ডারি ডিষ্ট্রিবিউশন লাইন। ***প্রাইমারি ট্রান্সমিশন কি? উৎপাদন কেন্দ্রের প্রেরণ প্রান্ত থেকে রিসিভিং প্রান্ত পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজ লাইনকে প্রাইমারি ট্রান্সমিশন (লাইন) বলা হয়। প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ 110KV, 132KV...