Define Magnetic contact..
Topic: #ম্যাগনেটিক_কন্ডাক্টর কিভাবে কাজ করে?? নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ নিয়ে বর্ননা ম্যাগনেটিক কন্ডাক্টরঃ ম্যাগনেটিক কন্ট্রাক্টর এমন একটি বৈদ্যুতিক ডিভাইস যা লোডের নিয়ন্ত্রন, অটোমেশন, রক্ষানাবেক্ষনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এটি অনেকটা ম্যাগনেটিক রিলের মতই। তবে রিলে সাধারনত লো পাওয়ার ও ভোল্টেজে ব্যবহৃত হয় অন্য দিকে হাই পাওয়ারের কথা চিন্তা করলে হেভি ডিউটি সম্পন্ন এসব কন্ট্রাক্টরের কথাই শুধু মাথায় আসে। নিম্নে এর গুরুত্বপূর্ণ অংশ গুলো সংক্ষেপে অালোচনা করা হলো...... মেইন_কন্টাক্ট এটা মুলত পাওয়ার কে সুইচিং এর মাধ্যমে লোড অন এবং অফের কাজ করে থাকে। এতে ৩ টি টার্মিনাল থাকে যার ইনপুট গুলো কে L1, L2, L3 এবং আউটপুট গুলো কে T1, T2, T3 অাকারে প্রকাশ করা হয়। অক্সিলারি কন্টাক্ট অক্সিলারি কন্টাক্ট কে ব্যবহার করে লোড কে অটোমেশন মুডে বা প্রোটেকশন এর সার্কিট তৈরি করা হয়। এতে দুই ধরনের টার্মিনাল থাকে ১) নরমালি ওপেন (NO) 2) নরমালি ক্লোজড (NC) কয়েল কয়েল গুলো ইলেকট্রোম্যাগনেট সৃষ্টি করতে সক্ষম, এতে পাওয়ার সাপ্লাই দিলে এটি এনার্জাইজড হয়ে চুম্বক এ পরিনিত হয়ে মেইন কন্টাক্ট গুলোকে নরমালি অপেন কন্ডিশ...