Transmission line
বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত পাওয়ারকে ট্রান্সমিশন লাইন বা গ্রীড লাইনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থান পরিবহন করতে হয় ।পাওয়ার ট্রান্সমিশনের জন্য লক্ষ্য রাখা অপরিহার্য যাতে ট্রান্সমিশন জনিত লস কম হয় , ভোল্টেজ রেগুলেশন ভাল হয় এমনকি ট্রান্সমিশন ব্যয় কম হয় । ১। একটি আধুনিক এ, সি পাওয়ার সিস্টেমের উপাদানগুলির নাম লিখ। উত্তরঃ এসি ব্যবস্থায় ট্রান্সমিশন তিন ফেজে তিন তার এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেএে তিন ফেজ চার তার ব্যবস্থা সাধরণত ব্যবহৃত হয় । একটি আধুনিক এসি পাওয়ার সিস্টেমের উপাদান সমুহ সাধারণতঃ নিম্নরূপ হয়ে থাকেঃ- ক] উৎপাদন কেন্দ্র । খ] স্টেপ আপ কেন্দ্র । গ] ট্রান্সমিশন লাইন। ঘ] সুইচিং ষ্টেশন। ঙ] স্টেপ ডাউন উপকেন্দ্র । চ] প্রাইমারী ডিষ্ট্রিবিউশন লাইন বা নেটওয়াক্। ছ] সার্ভিস ট্রান্সফরমার বা বিতরণ ট্রান্সফরমার। জ] সেকেন্ডারি ডিষ্ট্রিবিউশন লাইন। ২। ফিডার কাকে বলে? ফিডার লাইনের বৈশিষ্ট্য কি কি? উত্তরঃ বিভিন্ন জনবহুল এলাকা, শিল্পাঞ্চল বা আবাসিক এলাকায় বিদ্যুৎ বিতরণের জন্য উচ্চ ভোল্টেজ উপকেন্দ্র বা গ্রিড উপকেন্দ্র থেকে বিভিন্ন লোড সেন্টারে বিদ্যুৎ সরবরাহের নিমিত্তে যে বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়...